Recommendation Letter

Recommendation Letter Download :: 1th to 18th NTRCA Final Result. First to Fourteen NTRCA Result with Recommendation Letter Download & Apply Online. Non Govt NTRCA Publish Merit list for 1st to 18th Recruitment Result and Recommendation Letter Soon. You can Download your NTRCA application result and your Recommendation letter here.

NTRCA Recommendation Letter

শিক্ষক নিয়োগ : নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি

How To Check NTRCA Result and Download Recommendation Letter?

Those Applicant of NTRCA 1st to 18th Recruitment can know him/her merit list using his/her own password at ntrca official http://ngi.teletalk.com.bd website. Selected Applicants also will be able to download his/her paper of Recommendation later.

Recommendation Letter প্রাপ্তি এবং যোগদান পরবর্তী কার্যাবলী (Complete Package)

  • Recommendation Letter Download:
    NTRCA , Recommendation Letter Upload করেছে। http://ngi.teletalk.com.bd/ntrca/app/login.php?type=10 তে প্রবেশ করে আপনি যে স্কুল/কলেজে মননীত হয়েছেন সেই স্কুল/কলেজের Application Id এবং আবেদনের সময় প্রদত্ত মোবাইল নাম্বার দিয়ে Recommendation Letter Download /print করতে পারবেন।অনেকেই বলছেন, sms আসেনাই। এক্ষেত্রে কোনো এসএমএস এর দরকার নাই।
  • স্কুল/কলেজে যোগদানঃ Recommendation Letter প্রিন্ট করে নিয়ে,নিচে প্রদত্ত papers সহ প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন। তবে যাদের প্রতিষ্ঠান বাসা থেকে অনেক দূরে বা অন্য জেলাতে তারা প্রতিষ্ঠান প্রধান কে ফোন করে যোগাযোগ করে যাবেন, এতে করে আপনার ভোগান্তি কমবে আশা করি।
    1. certificates, (SSC,HSC,B.A,M.A,Ntrca,Others main copy)
    2. marksheets( SSC,HSC,B.A,M.A main copy))(not sure)
    3. recommendation letter,
    4. application copy.
    5. NID (photo copy)
    6. job application to headmaster.
    7. Photo( p.p size) (not sure)
    8. Public circular (ওয়েবসাইট থেকে / পেপার থেকে, বাংলাদেশ প্রতিদিন, ২০ ডিসে. ২০১৮, পাতা ৬)
  • Confusion দূরীকরণঃ
    অনেকেই যোগদান নিয়ে দ্বিধা দন্দে ভুগছেন, যে প্রতিষ্ঠান প্রধান টাকা চাইবেন কি না। তাদের বলছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি প্রতিষ্ঠান কে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এই ব্যাপারে Ntrca কোনো অভিযোগ পেলে প্রতিষ্ঠান authority এর সমস্যা হবে। আশা করা যায়, কোনো সমস্যা হবে না।
  • Mpo/Non Mpo সমস্যাঃ অনেকেই আবেদন করার সময় mpo দেখে আবেদন করেছেন কিন্তু যোগাযোগ করার পর দেখছেন Non Mpo. এই ক্ষেত্রে মনে রাখবেন আপনি মেধার ভিত্তিতে মননীত হয়েছেন।এটা নিশ্চয়ই প্রতিষ্ঠান এর ভুল। আপনি উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। তার পরামর্শ নিয়ে Ntrca এর কাছে লিখিত অভিযোগ দেয়া যেতে পারে।
  • Joining Confirmation: website এ একটা option add করা হয়েছে। যোগদানের পর, আপনি যোগদান করেছেন কি না তা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য, ntrca এই ব্যাবস্থা করেছে। যোগদান complete হয়ে গেলে আপনি, ওয়েবসাইট এ ঢুকে নিজ application id এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ntrca কে আপনার যোগদান confirm করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধান ও তার প্রতিষ্ঠানে তার চাহিদা মোতাবেক যে শিক্ষক যোগদান করেছেন তা ntrca কে confirm করতে পারবেন। এতে দূর্নীতি করার কোনোই সুযোগ নাই।
  • MPO Application: বর্তমান নিয়োম অনুযায়ী প্রত্যেক জোড় মাসের ১০ তারিখের মধ্যে mpo এর জন্য আবেদন করতে হবে। তাই যোগদানের পরপরি প্রতিষ্ঠান প্রধানের সাহায্য নিয়ে অতি তাড়াতাড়ি online এ mpo এর জন্য আবেদন করবেন। প্রতিষ্ঠানের id, password সংগ্রহ করতে পারলে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি সাপেখ্যে নিজেই আবেদন করতে পারবেন। তবে প্রতিষ্ঠানের computer Operator এর সাহায্যে করাই ভালো হবে কারন তিনি এই কাজে অভিজ্ঞ।
    MPO Online Application এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্রের তালিকা নিচের ছবিতে দিলাম(collected from Adom Ali”s post)। আবেদন করার পূর্বেই সংগ্রহে রাখবেন।
  • Non Mpo: যারা non Mpo তে সিলেক্টেড হয়েছেন তাদের পদটি MPO হবে না,এই রকম মন মানসিকতা নিয়েই কাজে যোগদান করবেন।

সকলের জন্য শুভ কামনা রইলো।

Leave your valuable feedback: